আবেগ কলমে জয়তী মিত্র

  এই প্রথম পুজোর ছুটিতে বাবা,মায়ের সাথে গ্রামের বাড়িতে এসেছে ডোডো। পুজোর চার দিন  আত্মীয় স্বজনদের সাথে খাওয়া,দাওয়া,ঠাকুর দেখা ,ঠাকুমার আদর খাওয়া চুটিয়ে উপভোগ করেছে ডোডো।  তারপর দশমীর দিন  মায়ের বিসর্জন দেখেছে। খুব ভালো লাগছে ডোডো র। ডোডো  বাবা মায়ের সাথে কানাডায় থাকে। এতদিন সবার সাথে  ফোনে,ভিডিও কলে র মাধ্যমে যোগাযোগ হতো। এবার সবাইকে কাছে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে ডোডো।

  বিজয়া দশমীর পর ডোডো দের বাড়িতে সবাই আসে বিজয়া করতে।  সবাই বড়দের প্রণাম করে আশির্বাদ নেয়,একে অপরের সাথে কোলাকুলি করে। ভীষন ভালো লাগে ডোডো র। ডোডো বলে" এই রীতি  বাঙালির আবেগ,যা হোয়াটস অ্যাপ,  ফেস বুকের শুভেচ্ছা বার্তায় পাওয়া যায় না।

No comments

msujoy04@gmail.com

Powered by Blogger.