টেবিল-অমিয় মুখার্জী

টেবিল

-অমিয় মুখার্জী

__________________


সেকোন সাতপুরানো পচা একটা টেবিল ফেলে দিয়েছিল আস্তাকুড়ে , কে জানে কে ॥ কেবলু সেই   টেবিল মাথায় নিয়ে টেবিল ক্লথ কিনতে বাজারে গেল  , বাজারে একটা দোকানে হুড়মুড় করে ঢুকে পড়েছে সে  টেবিল শুদ্ধ , টেবিলের পায়ায় লেগে একটা কোট পরা সাহেবের  স্টেচু ছিল, সেটা  উল্টে গেছে , দোকানের লোকজন  এমন হাঁ হাঁ করে ছুটে এসেছে , এমন একটা গোলমাল হয়েছে  , সেখানে ছিল ছোট্ট একটা মেয়ে , সে এসেছিল তার জন্মদিনের ফ্রক কিনতে , সে এমন ভয় পেয়ে প্যাঁ করে কেন্দে উঠছে  যে সে হয়ে গেছে  পুরো সোনায় সোহাগা ॥

দোকানের মালিক রে রে করে তেড়ে এসেছে  , মেয়েটির মা বিরক্ত হয়ে উঠেছে   , মেয়েটির বাবা তাকে কোলে নিয়ে , আমার বাবুরে , আমার সোনারে করে কত আদর করেছে  , কিন্তু সেই সোহাগী মেয়ের কান্না আর থামে নি  ॥

দোকান মালিকের মাথা তখন কামারের শালের মত গরম হয়ে গেছে , তার দোকানে এমন একটা বদখত টেবিল ঢোকানোর জন্য সে পারলে কেবলুর নিকুচি করে দেয় ,  কেবলু  তখন মিষ্টি করে , মিহি করে বলেছে , ভালো টেবিল ক্লথ হবে আপনার দোকানে ??

 ওই দোকানে সব কিছুই ভালো ভালো , তাই বলে টেবিল নিয়ে কেউ এরকম করে দোকানে আসে ??
কেবলুর  কথা শুনে সবাই সব কিছু ভুলে ওকেই দেখতে লেগেছে  , এমন কি ওই ছোট্ট মেয়েটা পর্যন্ত আর কাঁদে না ॥
তারপরে যখন সবাই আবার সম্বিত ফিরে পেল , তখন একজন গিয়ে তুলে সাহেব কে সোজা করে দিল , দোকানদার গিয়ে বসল ক্যাশ কাউন্টারে , যে লোকটা ওই মেয়েটিকে ফ্রক দেখাচ্ছিল সে আবার তাকে ফ্রক দেখাতে লাগল , একটা লোক গেল কেবলুর  জন্য টেবিল ক্লথ আনতে ॥
কেবলু এমন জায়গায় টেবিল রেখেছে যে এদিকের  লোক ওদিকে হতে কষ্ট॥ তারপরে ওই পচা টেবিল , তার আবার টেবিল ক্লথ, সে আবার সহজে পছন্দ হয় না , বোধ হয় দশ বাণ্ডিল টেবিল ক্লথ দেখল সে , দোকানে আর টেবিল ক্লথ নেই , তখন দোকানদারের আবার মাথা গরম হয়ে গেল ॥ কেবলুর  তখন শেষে একটা টেবিল ক্লথ পছন্দ হয়েছে  , দাম লেখা আছে তিন শ টাকা , দোকানদারকে গিয়ে সে বলেছে , কুড়ি টাকায় দেবে ?? দোকানদারের মাথায় তখন যেন একটা বোমা বিস্ফোরণ হয়ে গিয়েছে ॥
তার দোকানে ছিল কাপড় মাপা এক মিটারি কাঠের স্কেল , সেটাকে সে সটান টেনে নিয়ে মেরেছে সপাং করে কেবলুকে  এক স্কেল , কেবলু  সরে গিয়ে কোন রকমে বাঁচতে পেরেছে ॥ সে দেখেছে গতিক ভালো না , এক লাফে সে দোকান থেকে পালিয়েছে ॥  দোকানদার তাকে তাড়া করতে গিয়ে টেবিলে এমন পা আটকে পড়েছে , আর মচমচে টেবিলের একটা পায়া উড়ে গেছে , হুড়মুড়িয়ে টেবিল শুদ্ধ ধরাশায়ী হয়ে গিয়েছে সে ॥ আবার ওই মেয়েটি  আরো জোরে প্যাঁ করে এমন  কান্না শুরু করে দিয়েছে, সে এক দেখবার দৃশ্য ॥
কেবলুকে  ধরা যায় নি  , শেষে ভাঙ্গা টেবিলটা কে ড্রেনে ফেলে দিয়ে আসা হয়েছে, তবে দোকানদার একটু শান্তি পেয়েছে ॥

😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
টেবিল অমিয় মুখার্জী

No comments

msujoy04@gmail.com

Powered by Blogger.